Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নবাবগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
বিস্তারিত
২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ঢাকার নবাবগঞ্জে পার্টনার কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে  উপজেলা পরিষদের ওয়াসেক মিলনায়তনে উক্ত  পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়।
 
কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে পার্টনার প্রোগ্রামের পটভূমি, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। আলোচিত বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল-ফার্মারস সার্ভিস সেন্টারে রূপান্তর, সঞ্চয় ও হিসাব সংরক্ষণ, ব্যাংক হিসাব খোলা ও নিয়মিত সভা, নথি ব্যবস্থাপনা ও রেজিস্ট্রেশন, আয়বর্ধক কার্যক্রম, নিরাপদ ও লাভজনক ফসল উৎপাদন। উত্তম কৃষি চর্চা (GAP) নিয়ে আলোচনা করা হয়।

https://priyobanglanews24.com/archives/16618


অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতা করেন- ঢাকা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী । বিশেষ অতিথির বক্তৃতা করেন- অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) জনাব নাজিয়াত আহমেদ ।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবাবগঞ্জ  উপজেলা কৃষি অফিসার জনাব আসমা জাহান। এ ছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার জনাব সীমা মন্ডল, উপজেলা সমবায়  কর্মকর্তা। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব সানিয়া সুলতানা ।



ডাউনলোড
প্রকাশের তারিখ
26/06/2025
আর্কাইভ তারিখ
14/07/2025